১৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

বাকলিয়ায় র‌্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার, আটক ৩

নিজস্ব প্রতিবেদক: বাকলিয়ায় অভিযান চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র ও একটি খালি ম্যাগাজিনসহ তিনজনকে আটক করেছে র‌্যাব-৭।
বুধবার (৭ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন।
আটককৃতরা হলেন- মো. সরোয়ার উদ্দিন (৩৫), মো. মারুফ হোসেন প্রকাশ মানিক (৩৩), মো. জামাল উদ্দিন (৩৯)।
মোজাফফর হোসেন বলেন, সোমবার (৬ মে) গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এসময় তিন জনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের জানিয়েছে, তারা পরস্পর যোগসাজসে বিক্রির জন্য আগ্নেয়াস্ত্রটি হেফাজতে রাখে। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র সংক্রান্ত বৈধ কোনও কাগজপত্র দেখাতে পারেনি।

আরও পড়ুন