অনলাইন ডেস্ক : সোশ্যাল মিডিয়া ব্যবহারের অভিজ্ঞতায় নিয়মিতই বিভিন্ন পরিবর্তন আনা হয়। এবার বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে মেটা। ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ এই তিন জনপ্রিয় প্ল্যাটফর্মের জন্য আলাদা করে একটি নতুন প্রিমিয়াম সাবস্ক্রিপশন চালুর পরিকল্পনা করছে সংস্থা।বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই সাবস্ক্রিপশন বর্তমান ‘মেটা ভেরিফায়েড’ পরিষেবার সঙ্গে সম্পর্কিত নয় এবং এতে বিশেষ সুবিধা থাকবে, সাধারণ ব্যবহারকারীদের জন্য এসব সুবিধা উন্মুক্ত হবে না।
এতদিন পর্যন্ত এই তিনটি অ্যাপই সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যেত। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে বিপুল বিনিয়োগ এবং উন্নত ফিচারের বাড়তে থাকা চাহিদার কারণে মেটা এবার আয়ের বিকল্প পথ খুঁজছে। প্রযুক্তি বিষয়ক একাধিক প্রতিবেদনে এর ইঙ্গিত মিলেছে, প্রিমিয়াম প্ল্যানে সংযুক্ত করা হতে পারে সংস্থার উন্নত এআই টুল।প্রিমিয়াম সাবস্ক্রিপশনের মাধ্যমে স্মার্ট রিপ্লাই, কনটেন্ট তৈরির সুবিধা এবং স্বয়ংক্রিয় বিভিন্ন কাজ আরো সহজ হয়ে উঠবে।
পাশাপাশি ইনস্টাগ্রামে এআই-নির্ভর কিছু নতুন টুল যুক্ত হতে পারে, যেমন ‘ভাইবস’ যার সাহায্যে ছোট ও সৃজনশীল এআই ভিডিও তৈরি করা যাবে।
ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের দীর্ঘদিনের কিছু চাহিদাও এই প্ল্যানে জায়গা পেতে পারে। উদাহরণ হিসেবে-কে আপনাকে ফলো করছে না, তা দেখার সুবিধা, অন্য ব্যক্তি বুঝতে না দিয়ে স্টোরি দেখার সুযোগ। হোয়াটসঅ্যাপের ক্ষেত্রেও প্রিমিয়াম ব্যবহারকারীদের জন্য উন্নত চ্যাট ফিচার, অতিরিক্ত কাস্টমাইজেশন এবং এআই-চালিত সুবিধা চালু হতে পারে।যদিও এই বিষয়ে এখনো বিস্তারিত ঘোষণা দেওয়া হয়নি।
প্রিমিয়াম সাবক্রিপশন নিয়ে মেটা জানিয়েছে, এই প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেওয়া পুরোপুরি ব্যবহারকারীর ইচ্ছার ওপর নির্ভর করবে। যারা টাকা খরচ করতে চান না, তারা আগের মতোই বিনামূল্যে এই অ্যাপগুলো ব্যবহার করতে পারবেন। মূলত যারা অতিরিক্ত সুবিধা ও উন্নত এআই ফিচার চান, তাদের জন্যই এই প্ল্যান।তবে এ নিয়ে গোপনীয়তা ও ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।যদিও মেটার দাবি, ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নীতিতে কোনো পরিবর্তন আনা হচ্ছে না।





