অনলাইন ডেস্ক: ফেনীর পরশুরামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মিল্লাত (২১) নামে এক বাংলাদেশি তরুণকে গুলি করে হত্যা করেছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে উপজেলার বাসপদুয়া সীমান্তে বিএসএফ এ হত্যাকাণ্ড ঘটায়। হত্যাকাণ্ডের শিকার মিল্লাত বাসপদুয়ার ইউসুফের ছেলে। আর গুলিবিদ্ধ আফসার হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে পরশুরামে হাসপাতালে নিয়ে যান। পরে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে মিল্লাত সেখানে মারা যান।স্থানীয়দের দাবি, গুলিবিদ্ধ দুজন জলাশয় ও মাঠের বন্যার পানিতে মাছ শিকার করতে গিয়েছিলেন। এ সময় বিএসএফ অতর্কিত গুলি চালায়।
এ বিষয়ে জানতে চাইলে ফেনীস্থ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশাররফ হোসেন জানান, বিজিবির গুতুমা বিওপি টহল দল ২১৬৪/৩এস পিলার কাছে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানতে পারে, ওই দুজন পিলার অতিক্রম করে ভারতের ভেতরে ঢোকেন এবং বিএসএফ তাদের গুলি করে । বিস্তারিত অধিক তদন্তে জানা যাবে।
বিজিবি আরও জানায়, এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ কাজ চলমান আছে; কেন এবং কোন অবস্থার প্রেক্ষিতে তারা শূন্য লাইন অতিক্রম করেছে এত রাতে। পাশাপাশি প্রতিবাদলিপি পাঠানো হবে।
