বিনোদন ডেস্ক: আলোচিত চিত্রনায়িকা পরীমনি এক অনুষ্ঠানে নিজের বর্তমান জীবনযাত্রা ও ফিটনেস ধরে রাখার রহস্য নিয়ে কথা বললেন।পরীমনি অনুষ্ঠানে বলেন, “আমি স্পেশালি কিছুই করছি না। আমি ভাতও খাচ্ছি, আইসক্রিমও খাচ্ছি। ঠিকঠাকমতো ঘুমাতেও যেতে পারি না রুটিন করে, ঠিকঠাক মতো জাগতেও পারি না।‘মেইনটেইন জীবনযাপন’ যাকে বলে খুব ট্রাই করছি।”অভিনেত্রী আরো বলেন, ‘কিন্তু যেহেতু দুটো বাচ্চাই পরপর ছোট, তো ওদের কখনো কখনো ঘুমের শিডিউল আপ-ডাউন হয়ে যায়, তো ওদের সঙ্গে মিলেই আমার চলতে হয়।’তিনি বলেন, ‘মূলত ওদের পেছনে দৌড়াতে দৌড়াতে আমি ফিটনেসটা ব্যাক পাচ্ছি।’ মা হিসেবে সন্তানের দেখভাল করার এই স্বাভাবিক প্রক্রিয়াই যে তাকে স্বাভাবিকভাবে ফিট থাকতে সাহায্য করছে, তা অকপটে স্বীকার করলেন এই অভিনেত্রী।জন্মদিন এবং উপহারের প্রতি নিজের ভিন্ন দৃষ্টিভঙ্গিও তুলে ধরেন পরীমনি। তার কথায়, ‘আমার মনে হয় যে সবাই একটু উইশ করল, হ্যাপি বার্থডে বলল, ওই ব্যাপারটাই আমার কাছে অনেক বড় গিফট।’





