২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

পশ্চিম মায়ানী কালামিয়া জামে মসজিদের পুন: নির্মাণ কাজের উদ্বোধন

মিরসরাই প্রতিনিধি: মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের পশ্চিম মায়ানী কালামিয়া জামে মসজিদের মুসল্লিগণ ও গ্রামবাসীদের নিয়ে পুনঃ নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) সকালে মসজিদের পুনঃ নির্মান কাজের উদ্বোধন করেন এলাকাবাসী। এই সময় উপস্থিত ছিলেন নির্মাণ কমিটির সভাপতি আলী হোসেন, সদস্য নুর উদ্দিন, জসিম উদ্দিন, মায়ানী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম, মায়ানী ইউনিয়ন শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি নজরুল ইসলাম তারিফ, কালা মিয়া বাড়ির ও মসজিদ কমিটি সাবেক কোষাধ্যক্ষ নুরুল করিম লিটন, গোলাম সারওয়ার সুমন, জহুরুল ইসলামসহ কালা মিয়া বাড়ির লোকজন ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।এই সময় দোয়া ও মুনাজাত পরিচালনা করেন পশ্চিম মায়ানী কালা মিয়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ইসমাইল হোসেন।উল্লেখ্য যে পশ্চিম মায়ানী কালামিয়া জামে মসজিদ পুনঃনির্মাণ কাজ শুরু হয় চলতি বছরের ১০ জানুয়ারি কাজ শুরু হয়েছিল, নামের জটিলতার কারণে ২০ জানুয়ারি কাজ স্থগিত করা হয়, পর্বতীতে উভয় পক্ষের সম্মতিক্রমে ১৯ এপ্রিল (শনিবার) পুনরায় কাজ শুরু হয়।

আরও পড়ুন