পটিয়া প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় আমগাছ থেকে পড়ে প্রণব ভট্টাচার্য (৫৬) নামের এক সংগীত শিক্ষক মারা গেছেন। বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে এই দুর্ঘটনা ঘটে। তিনি পটিয়ার ধলঘাট ইউনিয়নের গৈড়লা গ্রামের বাসিন্দা। প্রণব ভট্টাচার্য চট্টগ্রাম বেতার এবং বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের তালিকাভুক্ত সংগীতশিল্পী। এছাড়াও নগরের ‘আর্য্য সঙ্গীত সমিতি, পটিয়ার নিবেদন শিল্পীগোষ্ঠীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সংগীত ও তবলার শিক্ষক ছিলেন তিনি।
তাঁর আরেক ভাই প্রদীপ ভট্টাচার্য জানান, এক সপ্তাহ আগে তার ভাই কল্যাণ কুমার ভট্টাচার্যের মৃত্যু হয়। ভাইয়ের মৃত্যুর পর ধর্মীয় আনুষ্ঠানিকতার জন্য নগরের বাসা থেকে তিনি গ্রামে অবস্থান করছিলেন।
বিকেলে বাড়ির উঠানে আম পাড়তে গাছে ওঠেন প্রণব ভট্টাচার্য। এ সময় গাছের ডাল ভেঙে তিনি নিচে পড়ে গিয়ে আহত হন। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ধারণা, গাছ থেকে পড়ার পর হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে।পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জায়েদ মো. নাজমুন নুর জানান, বিষয়টি পরিবারের পক্ষ থেকে পুলিশকে অবহিত করা হয়েছে।
