৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজের মেয়ের চেয়ে দুই বছরের বড় নারীকে বিয়ে, মুখ খুললেন হিরণ

বিনোদন ডেস্ক : গত দুই সপ্তাহ ধরে হিরণের দ্বিতীয় বিয়ে-বিতর্কে সরগরম টলিপাড়া। অবশেষে সেই বিতর্ক নিয়ে মুখ খুললেন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। এক বিশেষ সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন, এত দিন তিনি কলকাতায় ছিলেন না, চেন্নাইয়েই ছিলেন। হিরণের বক্তব্য, ‘যে বিষয় বিচারাধীন, তা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। আদালতের অসম্মান করতে পারি না।’
প্রসঙ্গত, দুই সপ্তাহ আগে সামাজিকমাধ্যমে বারাণসীতে হিরণের দ্বিতীয় বিয়ের ছবি ছড়িয়ে পড়তেই শুরু হয় বিতর্ক। এর পর তাঁর প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় অভিযোগ করেন, তাঁদের আইনি বিচ্ছেদ হয়নি এবং তাঁদের ১৯ বছরের কন্যাসন্তান রয়েছে। এই অভিযোগের ভিত্তিতে আনন্দপুর থানায় মামলাও দায়ের হয়।
বিতর্কের মাঝেই হিরণের দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরি দাবি করেন, পাঁচ বছর ধরে সম্পর্কে ছিলেন তাঁরা এবং বিষয়টি অনিন্দিতা জানতেন। পরে সেই পোস্ট মুছে দেন তিনি। এত দিন নীরব থাকার পর হিরণ জানালেন, আপাতত রাজনৈতিক কাজের জন্য কলকাতাতেই থাকবেন তিনি।

আরও পড়ুন