২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজের কিছু হলে ইরানকে ‘পৃথিবী থেকে মুছে ফেলার’ নির্দেশ ট্রাম্পের

অনলাইন ডেস্ক: ইরান যদি তাকে হত্যার চেষ্টা করে তবে দেশটিকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম নিউজ নেশনকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, তাকে হত্যার চেষ্টা হলে ইরানকে ‘এই পৃথিবীর মানচিত্র থেকেই মুছে ফেলা হবে’। ট্রাম্প বলেন, ‘আমার খুব স্পষ্ট নির্দেশ দেওয়া আছে। আমার সঙ্গে কিছু হলে তারা ইরানকে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দেবে।’
এর আগে মঙ্গলবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলে দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র জেনারেল আবোলফাজল শেখারচি ট্রাম্পকে হত্যার হুঁশিয়ারি দেন।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘ট্রাম্প জানেন, আমাদের নেতার (খামেনি) দিকে আগ্রাসনের হাত বাড়ানো হলে আমরা শুধু সেই হাত কেটে ফেলব না। আর এটি শুধুমাত্র কোনো স্লোগান নয়, বাস্তব কথা। আমরা তাদের পুরো বিশ্বকেই আগুনে জ্বালিয়ে দেব এবং এই অঞ্চলে তাদের কোনো নিরাপদ আশ্রয় থাকবে না।’
ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হুমকি আরও তীব্র আকার ধারণ করেছে। দুই দেশের পক্ষ থেকেই বলা হচ্ছে—নিজ নিজ দেশের শীর্ষ নেতাদের ওপর হামলা হলে তার পরিণতি হবে ভয়াবহ ও সর্বাত্মক যুদ্ধ।
এদিকে ইরানের ভেতরে পরিস্থিতি এখনো উত্তপ্ত। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর দেশটিতে সবচেয়ে বড় সরকারবিরোধী আন্দোলনের ধাক্কা সামলাতে হিমশিম খাচ্ছে তেহরান।সাম্প্রতিক বিক্ষোভে কত মানুষ নিহত হয়েছেন, তা নিয়ে এখনো স্পষ্ট তথ্য নেই।
মানবাধিকার সংগঠনগুলো বলছে, মৃত্যুর প্রকৃত সংখ্যা যাচাই করা কঠিন হয়ে পড়েছে, কারণ সরকার কঠোরভাবে যোগাযোগ ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে। হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস নিউজ এজেন্সির তথ্যমতে, এখন পর্যন্ত অন্তত ৪ হাজার মানুষের মৃত্যুর তথ্য নিশ্চিত করা গেছে। তবে নরওয়েভিত্তিক সংগঠন ইরান হিউম্যান রাইটস বলছে, বাস্তব সংখ্যা আরও অনেক বেশি হতে পারে।

আরও পড়ুন