২৮শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

না ফেরার দেশে নায়ক জসিমের ছেলে ব্যান্ডতারকা রাতুল

বিনোদন ডেস্ক : বাংলাদেশের আন্ডারগ্রাউন্ড রক সংগীতের পরিচিত মুখ, ব্যান্ড ‘ওনড’-এর ভোকালিস্ট ও বেজিস্ট এ কে রাতুল মারা গেছেন (ইন্না লিল্লাহি… রাজিউন)। রবিবার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর উত্তরার একটি জিমে হৃদ্‌রোগে আক্রান্ত হন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।বাংলাদেশ ব্যান্ড সংগীত কমিউনিটি এবং ‘দৃক’ ব্যান্ডের পক্ষ থেকেও তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল থেকে রাতুলকে লুবানা হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে ঘণ্টাখানেক পর্যবেক্ষণের পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
রাতুলের অকালপ্রয়াণে সংগীত অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। শোক প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় সংগীত ব্যক্তিত্বরা। সামাজিক যোগাযোগমাধ্যমে সহশিল্পীরা শোক জানিয়ে একের পর এক স্ট্যাটাস দিচ্ছেন। অনেকে মনে করছেন, বাংলাদেশের আন্ডারগ্রাউন্ড রক জগতে বড় এক শূন্যতা তৈরি হলো।এ কে রাতুল ছিলেন প্রয়াত চিত্রনায়ক আবুল খায়ের জসিম উদ্দিনের তিন সন্তানের একজন। বাবা ছিলেন ঢাকাই চলচ্চিত্রের অ্যাকশন হিরো, আর সন্তানরা খুঁজে নিয়েছিলেন নিজেদের জায়গা সংগীত জগতে। তিন ভাইই ব্যান্ড সংগীতের সঙ্গে যুক্ত। রাহুল ‘ট্রেনরেক’ ব্যান্ডের গিটারিস্ট ও ‘পরাহো’ ব্যান্ডের ড্রামার, সামী ‘ওনড’-এর ড্রামার, আর রাতুল ছিলেন ‘ওনড’-এর প্রধান ভোকাল ও বেজিস্ট।
২০১৪ সালে ‘ওনড’-এর প্রথম অ্যালবাম ‘1’ মুক্তি পায়। এরপর ২০১৭ সালে আসে দ্বিতীয় অ্যালবাম ‘2’। রাতুলের কণ্ঠ ও গায়কির গভীরতা ব্যান্ডটিকে তরুণদের কাছে জনপ্রিয় করে তোলে। সংগীত পরিচালক হিসেবেও তিনি কাজ করেছেন দেশের একাধিক ব্যান্ডের সঙ্গে।ওনড ব্যান্ডের গীতিকার সিয়াম ইবনে আলম বলেন, ‘রাতুল শুধু ব্যান্ডমেট ছিলেন না, ছিলেন এক আত্মার অংশ। এমন মৃত্যু মেনে নেওয়া অসম্ভব।’

আরও পড়ুন