৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নাফ নদীতে আটকে পড়া যাত্রীবাহী বোটসহ ৪৫ যাত্রী উদ্ধার

টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফের শাহপরী সংলগ্ন নাফ নদীতে নাইক্ষ্যংদিয়া গোলার চরে ইঞ্জিন বিকল হয়ে পড়া একটি যাত্রীবাহী বোটসহ ৪৫ জন যাত্রীকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বৃহস্পতিবার সকাল ১১টায় টেকনাফের কায়োকখালী ঘাট থেকে এম ভি মায়ের দোয়া নামে একটি বোট ৪৫ জন যাত্রী নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা দেয়। পরে দুপুর ১২টার দিকে শাহপরী দ্বীপ সংলগ্ন নাফ নদীর নাইক্ষ্যংদিয়া গোলারচর এলাকায় পৌঁছালে বোটটির শ্যাফট ভেঙে যায় এবং ইঞ্জিন বিকল হয়ে সেটি সমুদ্রে ভাসতে থাকে।এসময় কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরীর দ্বীপ টহল দল ভাসতে থাকা বোটটি শনাক্ত করে দ্রুত সেখানে পৌঁছে বিকল বোটসহ সকল যাত্রীকে নিরাপদে উদ্ধার করে। পরবর্তীতে উদ্ধার হওয়া যাত্রীদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, দেশব্যাপী সমুদ্রে দুর্ঘটনা প্রতিরোধ ও মানবিক সেবা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের নিয়মিত উদ্ধার অভিযান পরিচালনা করে থাকে।

আরও পড়ুন