১৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরের চান্দগাঁও থানা এলাকায় এক তরুণীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম মো. নুরুন্নবী (২৭)। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে একই থানার বরিশাল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানিয়েছেন, আসামি নুরুন্নবী গত ৮ মে রাত সাড়ে ১০টার দিকে ভুক্তভোগী ওই তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।
গ্রেপ্তার মো. নুরুন্নবী কক্সবাজার জেলার টেকনাফ থানার নেঙ্গুল বিল মাঠ পাড়া এলাকার মৃত কালা মিয়ার ছেলে। তিনি চান্দগাঁও থানার সিএন্ডবি শাপলা ক্লাব মাঝির বাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকেন। ভুক্তভোগী তরুণীও একই এলাকার বাসিন্দা।

আরও পড়ুন