মোহাম্মদ জাহেদ উল্লাহ চৌধুরী: চট্টগ্রামে দ্রব্য মূল্যের দাম বৃদ্ধিতে দিশেহারা সীমিত আয়ের মানুষ। গেল রমজান মাসের পর থেকে চট্টগ্রামের বাজারগুলোতে চাল, ডাল, পিঁয়াজ, তেলসহ নিত্যপ্রয়োজনীয় প্রায় সব জিনিসপত্রের দাম আবার বাড়ছে। বাদ নেই সবজি, মাছ, মাংস কোনো কিছুই। শুক্রবার চট্টগ্রাম নগরের বিভিন্ন হাট-বাজার ঘুরে এমন চিত্রের দেখা মিলেছে।
দেখা গেছে, এক সপ্তাহ আগেও যে বেগুন বিক্রি হয়েছিল ৬০-৭০ টাকা কেজিদে, আজ তা ছুঁয়েছে ৯০-১০০ টাকার গণ্ডি। পটলের দামও আকাশছোঁয়া, বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকা কেজি। গরিবের সবজি খ্যাত আলুর দামও কম নয়, প্রকারভেদে বিক্রি হচ্ছে ২০-৩০ টাকা কেজিতে। ক’দিন আগের ১০০ টাকায় চার কেজি বিক্রি হওয়া পেঁয়াজ এখন ৫০-৬০ টাকা কেজিতে।মাছের বাজারেও স্বস্তি নেই। তেলাপিয়া ও পাঙ্গাশের মতো স্বল্প দামের মাছও এখন কিনতে হচ্ছে ১৫০-২০০ টাকা কেজি দরে। আর মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গেছে চিংড়িসহ অন্যান্য সামুদ্রিক মাছের দাম।
মাংসের বাজারের মধ্যে ব্রয়লার মুরগির দাম কিছুটা স্থিতিশীল থাকলেও, সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩০০-৩২০ টাকা কেজিতে, যা নিম্ন আয়ের মানুষের জন্য দুঃস্বপ্ন। গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৮০-৮০০ টাকা কেজি।
চালের বাজারে গিয়ে দেখা যায, মোটা চাল বিক্রি হচ্ছে ৫০-৫৫ টাকা কেজিতে, ভালো মানের মিনিকেট চাল ৭০-৮০ টাকায় বিক্রি হচ্ছে। মসুর ডাল বিক্রি হচ্ছে ১১০-১২০ টাকা কেজি দরে। অন্যদিকে বোতলজাত সয়াবিন তেল ১৯০-২০০ টাকা লিটার দরে বিক্রি হচ্ছে।
‘এই বাজারে বাঁচাটাই দায় হয়ে গেছে,’ আক্ষেপ করে বলছিলেন আগ্রাবাদ এলাকার বাসিন্দা দিনমজুর কাশেম আলী। তিনি বলেন, ‘আগে যা আয় করতাম, তা দিয়ে কোনোমতে সংসার চলতো। এখন তো অর্ধেক খাবারও কিনতে পারি না। ছেলে-মেয়ে দুটো নিয়ে খুব কষ্টে থাকি।’
মধ্যবিত্ত চাকরিজীবী রাশেদুল ইসলামের কণ্ঠেও একই হতাশা। তিনি বলেন, ‘বেতন তো আর বাড়েনি, অথচ সব জিনিসের দাম বাড়ছে হু হু করে। আগে মাসে যে টাকা বাজার করতাম, এখন সেই টাকায় ১৫ দিনের বাজার করাও কঠিন। বাধ্য হয়ে অনেক খরচ কমাতে হচ্ছে, যা আমাদের জীবনযাত্রার মানকে নামিয়ে দিচ্ছে।’
বাজার বিশ্লেষকদের মতে, অসাধু ব্যবসায়ীদের কারসাজি এবং সরবরাহ ব্যবস্থায় ঘাটতির কারণেই এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। তবে এর চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। সরকারের পক্ষ থেকে বাজার নিয়ন্ত্রণের আশ্বাস দেওয়া হলেও, বাস্তবে তার তেমন কোনো প্রভাব দেখা যাচ্ছে না।
এ প্রসঙ্গে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সহ-সভাপতি এস এম নাজের হোসাইন বলেন, ‘দ্রব্যমূল্যের এই লাগামছাড়া ঊর্ধ্বগতিতে মধ্যবিত্তের স্বপ্ন যেমন ভেঙে যাচ্ছে, তেমনি নিম্ন আয়ের মানুষের জীবন হয়ে উঠছে আরও কঠিন। এই পরিস্থিতিতে দ্রুত কোনো সমাধান না হলে, সমাজের বৃহত্তর অংশের মানুষের জীবনধারণ করাই দুরূহ হয়ে পড়বে। এক্ষেত্রে সরকার সঠিক বাজার ব্যবস্থাপনা নীতি প্রণয়নের পাশাপাশি প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন।’
