১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

দৈনিক আজাদীর প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ’র শুভেচ্ছা

খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বহুল প্রচারিত দৈনিক আজাদীর ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীর চেরাগী পাহাড়স্থ দৈনিক আজাদী অফিসে উপস্থিত হয়ে পত্রিকার সম্পাদক এম. এ. মালেককে ফুলেল শুভেচ্ছা জানান জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম উত্তর জেলার নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন, জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি লায়ন তাহের আহমেদ, কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদত মো. মঈন উদ্দিন, সংগঠনের উত্তর জেলার সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ।
এ সময় সংগঠনের উত্তর জেলার সভাপতি লায়ন তাহের আহমেদ বলেন, চট্টগ্রামের জনমানুষের কথা বলার জন্য সর্বোপরি বঞ্চিত ও অবহেলিত জনপদের উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্য নিয়ে ৬৬ বছর আগে যাত্রা শুরু করেছিল দৈনিক আজাদী। আজাদী আজ শুধু একটি সংবাদপত্রই নয়, এটি এখন চট্টগ্রামের আয়না হিসেবেও স্বীকৃতি অর্জন করেছে।
এছাড়া জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম উত্তর জেলার নেতৃবৃন্দ
দৈনিক আজাদীর সম্পাদক এম. এ. মালেকের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। তাঁরা আজাদীর পত্রিকার বহুল প্রচার এবং প্রসারের জন্য দোয়া কামনা করেন।

 

 

আরও পড়ুন