২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দাওয়াত করে এনে চবি উপাচার্যকে অবরুদ্ধ

চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) হল সংসদের ক্রীড়া অনুষ্ঠানে দাওয়াত দিয়ে এনে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারকে অবরুদ্ধ করেছেন শিক্ষার্থীরা।সোমবার (২৬ জানুয়ারি) বেলা ১০টার দিকে এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত শাহজালাল হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে গেলে সেখানে অবস্থানরত শাহজালাল হল সংসদের প্রতিনিধি এবং হলটির আবাসিক শিক্ষার্থীদের দ্বারা উপাচার্য অবরুদ্ধ হন বলে জানা গেছে।
শাহজালাল হল সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক (এজিএস) ইমতিয়াজ জাবেদ বলেন, ‘আমাদের শাহজালাল হল বিভিন্ন সমস্যায় জর্জরিত। এরআগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বারবার লিখিত আমরা এটি জানাই। তবে তাঁরা কোনো উদ্যোগ নিচ্ছে না।’
তিনি আরও বলেন, ‘আবাসন সমস্যা, রিডিং রুমে সাউন্ডে পড়াশোনা করতে না পারা, হলের এক্সটেনশনের সিলিং নষ্ট, ইলেকট্রিক প্রবলেম, ইলেকট্রিক সার্কিটের কারণে শিক্ষার্থীদের বিভিন্ন জিনিস নষ্ট হয়ে যায়। এ সকল সমস্যার সমাধান দিচ্ছে না বিধায় আমরা হল সংসদ কর্তৃক উপাচার্য স্যারকে অবরুদ্ধ করেছি।’
শাহজালাল হল সংসদের সহ-সভাপতি (ভিপি) মো. আলা উদ্দিন বলেন, ‘আমাদের হলের অনেক সমস্যা রয়েছে। এসব বিষয়ে বারবার জানালেও কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। আজকের ক্রীড়া প্রতিযোগিতায়ও হল সংসদের প্রতিনিধিদের কোনো কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়নি। উপাচার্যের সঙ্গে কথা বলতে চাইলে তিনি আমাদের কথা না শুনেই গাড়িতে উঠে যান। এর প্রতিবাদেই আমরা তাঁকে অবরুদ্ধ করি। পরে উপ-উপাচার্য ও প্রক্টরের আশ্বাসে আলোচনায় বসতে রাজি হই।’
উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে টুকটাক মনোমালিন্য হতেই পারে। বিষয়টি খুব বড় কিছু নয়। আজ বিকেল চারটার দিকে আমরা আলোচনায় বসেছি। পুরোনো হল হওয়ায় কিছু অভিযোগ রয়েছে। আলোচনা হলে সমাধান বেরিয়ে আসবে বলে আশা করছি।’উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতারের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

আরও পড়ুন