মিরসরাই প্রতিনিধি: দীর্ঘ ২০ বছর পর চট্টগ্রাম সফরে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রবিবার (২৫ জানুয়ারি) এ উপলক্ষে চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।তারেক রহমানের চট্টগ্রাম আগমনকে ঘিরে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এরই ধারাবাহিকতায় মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নে স্বাগত জানিয়ে একটি স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে মিছিলটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী, সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন।
সমাবেশে নুরুল আমিন বলেন, ‘দীর্ঘ ২০ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চট্টগ্রামে আগমন এ অঞ্চলের গণতন্ত্রকামী মানুষের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। এই সমাবেশ প্রমাণ করবে—চট্টগ্রাম আজও বিএনপির ঘাঁটি। জনগণের অধিকার ও ভোটাধিকার পুনরুদ্ধারে তারেক রহমানের নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ।’
সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, সাবেক ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদ, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরওয়ার উদ্দিন সেলিম, উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহিদুল আবছার জুয়েল, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. আশরাফ উদ্দিন, মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম. হেলাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন, সাবেক সদস্য সচিব আলাউদ্দিন, বিএনপি নেতা সাইফুল ইসলাম, উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কাউসার উদ্দিন বাবু, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাইন উদ্দিন টিপু প্রমুখ।স্বাগত মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে এলাকায় উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয় এবং নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গেছে।





