নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে প্রতারণার মাধ্যমে দেড় লক্ষাধিক টাকা ও স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার ঘটনায় প্রতারক জাবেদ হোসেন চৌধুরী প্রকাশ জাহিন চৌধুরীকে (৪১) গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকার মতিঝিল থানাধীন ফকিরাপুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার জাবেদ হোসেন চৌধুরী ফেনীর দাগনভূঁইয়া থানার রামনগর এলাকার জাহিদে চৌধুরীর ছেলে।বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির জনসংযোগ বিভাগের উপ-পরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেন।
তিনি জানান, গত ২৮ মে ভিকটিম ওই নারীর সাথে সামাজিক যোগাযোগাম মাধ্যমে জাবেদের পরিচয় হয়। পরিচয়ের পর থেকে জাবেদ ওই নারীর কাছে নিজেকে নানাভাবে প্রভাবশালী হিসেবে উপস্থাপন করার চেষ্টা করে। সে নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে বলে জানায়। এমনকি সেখানে তার অনেক পরিচিত শিক্ষক ও শুভাকাঙ্ক্ষী আছে, যাদের মাধ্যমে ভিকটিমের ছেলেকে সেখানে ভর্তি করাতে পারবে বলেও জানায়। এভাবে ছেলেকে ভর্তি করানোর জন্য জাবেদ ওই নারীর কাছ থেকে ১ লাখ ৬২ হাজার ৬’শ টাকা আত্মসাৎ করে। সে কখনো নিজেকে বিমান বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা, কখনো কাস্টমসের কর্মকর্তা, গার্মেন্টস মালিক ও বিসিএস অফিসার বলে ভিকটিমকে বিভিন্নভাবে প্রলুব্ধ করতো। পুরনো স্বর্ণালঙ্কারের পরিবর্তে তার অফিসে থাকা ২২/২৪ ক্যারেটের স্বর্ণ পরিবর্তন করে দিবে বলে কৌশলে তার কাছ থেকে ১২ ভরি স্বর্ণালঙ্কার আত্মসাৎ করে। এ ঘটনায় গত ২০ জুন ভিকটিম নারী কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন।
তিনি আরও জানান, গতকাল তথ্যপ্রযুক্তির সহযোগিতায় জাবেদকে ঢাকার মতিঝিল থানাধীন ফকিরাপুল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জাবেদের তথ্যমতে- হাজারী গলির শাহ আমানত জুয়লার্সের বাবুর কাছ থেকে গলিত অবস্থায় ৮ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়। এসব স্বর্ণ জাবেদ কাস্টমস অফিসার বলে ওই দোকানে বিক্রি করেছিল। এছাড়া বিদেশে পাঠানোর জন্য বিভিন্ন লোকের পাসপোর্ট তৈরি করে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে। তার বিরুদ্ধে সিএমপির বিভিন্ন থানায় প্রতারণার একাধিক মামলা রয়েছে।
