৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ঢাকার ৪৪টি পুকুর সংস্কারের উদ্যোগ, ব্যয় সাড়ে ৯ কোটি

অনলাইন ডেস্ক: জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ঢাকা মহানগরী ও উপজেলা এলাকার ইজারাবিহীন খাস পুকুর ও জলাশয় সংস্কার, উন্নয়ন, সৌন্দর্যবর্ধন ও পরিবেশ সংরক্ষণ প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে। এই প্রকল্পের অধীনে ৯ কোটি ৪৬ লাখ টাকা ব্যয়ে ৪৪টি পুকুর খনন, সংস্কার ও সৌন্দর্যবর্ধন করা হবে। শনিবার (১৫ নভেম্বর) কেরানীগঞ্জ উপজেলার দাড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান প্রকল্পের উদ্বোধন করেন। অনুষ্ঠানে ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদের সভাপতিত্বে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ এবং ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।এ সময় পুলিশ সুপার মো. আনিসুজ্জামান এবং কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিনাত ফৌজিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘জাতীয় সম্পদ হিসেবে খাস পুকুর ও জলাশয় রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় প্রাকৃতিক জলাধার সংরক্ষণ অপরিহার্য।’ তানভীর আহমেদ বলেন, কেরানীগঞ্জে এই উদ্বোধনের মাধ্যমে পুরো ঢাকা জেলার ৪৪টি পুকুরের খননকাজ একযোগে শুরু হলো।এর মধ্যে নবাবগঞ্জের ৬টি, দোহারের ৪টি, কেরানীগঞ্জের ৬টি, সাভারের ৪টি, আশুলিয়ার ১০টি, আমিনবাজারের ২টি, তেজগাঁওয়ের ১টি এবং ধামরাইয়ের ১১টি পুকুর রয়েছে।

আরও পড়ুন