২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ট্রাম্পকে নিজের নোবেল পদক উপহার দিলেন মাচাদো

অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে পাওয়া নিজের নোবেল পদক উপহার হিসেবে দিয়েছেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। তিনি জানান, বৃহস্পতিবার হোয়াইট হাউসে একটি ব্যক্তিগত বৈঠকে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে তার নোবেল শান্তি পুরস্কারের পদক তুলে দিয়েছেন।মাচাদো বলেন, ‘আমি মনে করি আজ আমাদের ভেনেজুয়েলাবাসীদের জন্য একটি ঐতিহাসিক দিন।’ এটি ছিল ট্রাম্পের সঙ্গে তার প্রথম সরাসরি সাক্ষাৎ।এই বৈঠকটি হয় কয়েক সপ্তাহ পর, যখন মার্কিন বাহিনী কারাকাসে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে এবং মাদক পাচারের একটি মামলায় তার বিরুদ্ধে অভিযোগ আনে।ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই পদক্ষেপটি ছিল পারস্পরিক সম্মানের এক অসাধারণ নিদর্শন।
ট্রাম্প ভেনেজুয়েলার নতুন নেতা হিসেবে মাচাদোকে সমর্থন দিতে অস্বীকৃতি জানিয়েছেন। এর পরিবর্তে, ট্রাম্প ভেনেজুয়েলায় বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপ্রধান ডেলসি রদ্রিগেসের সঙ্গে যোগাযোগ রেখেছেন; যিনি মাদুরোর সাবেক ভাইস-প্রেসিডেন্ট।
তবে ট্রাম্প বলেন, মাচাদোর সঙ্গে সাক্ষাৎ করা ছিল ‘একটি বড় সম্মান’, এবং তাকে ‘একজন অসাধারণ নারী, যিনি অনেক কষ্টের মধ্য দিয়ে গেছেন’ বলে অভিহিত করেন।হোয়াইট হাউস ছাড়ার পর মাচাদো বাইরে গেটের সামনে জড়ো হওয়া সমর্থকদের উদ্দেশে স্প্যানিশ ভাষায় বলেন—‘আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর ভরসা করতে পারি।’
পরে সাংবাদিকদের সঙ্গে ইংরেজিতে কথা বলতে গিয়ে মাচাদো বলেন, ‘আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের হাতে নোবেল শান্তি পুরস্কারের পদক তুলে দিয়েছি,’ এবং এটিকে ‘আমাদের স্বাধীনতার প্রতি তার অনন্য অঙ্গীকারের স্বীকৃতি’ বলে বর্ণনা করেন।রয়টার্সের একটি ছবিতে দেখা যায়, সাদা স্যুট পরিহিত মাচাদো হোয়াইট হাউস ত্যাগ করার সময় হাত নাড়ছেন।ট্রাম্প প্রায়ই নোবেল শান্তি পুরস্কার পাওয়ার ইচ্ছার কথা বলেন, গত বছর মাচাদোকে এই সম্মান দেওয়া হলে অসন্তোষ প্রকাশ করেছিলেন। তবুও তিনি সেটি গ্রহণ করার সিদ্ধান্ত নেন।

আরও পড়ুন