অনলাইন ডেস্ক: শেরপুর থেকে ট্রাকে করে ঢাকায় নেওয়ার পথে ১ হাজার ৩০১ বোতল ভারতীয় মদসহ তিনজন যুবকে আটক করেছে র্যাব-১৪ জামালপুরের একটি দল। জব্দকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ লাখ টাকা।শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১১টায় র্যাব-১৪ জামালপুর কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র্যাব কর্মকর্তারা। এর আগে ৪ জানুয়ারি শেরপুর থেকে অভিযানে ৩৬৯ বোতল বিদেশি মদ জব্দ করে র্যাব।আটকরা হলেন—শেরপুর জেলার ঝিনাইগাতী থানা রোড এলাকার মো. মিনাল মিয়া (৩২), মো. রিয়াদ হোসেন (২৮) ও মো. নুরুল আমিন (৩৪)।
র্যাব সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে শেরপুর সদর উপজেলার মোকছেদপুর নয়াপাড়া এলাকা থেকে একটি ট্রাকে করে ভারতীয় বিদেশি মদ নিয়ে বকশীগঞ্জ হয়ে ঢাকার দিকে পাচার করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। র্যাবের একটি দল মোকছেদপুর নয়াপাড়া নন্দীর বাজার থেকে বকশীগঞ্জগামী পাকা সড়কে চেকপোস্ট স্থাপন করে।
চেকপোস্টে ট্রাকটি পৌঁছালে থামার সংকেত দেওয়া হলে র্যাবের উপস্থিতি টের পেয়ে চালক পালানোর চেষ্টা করে। তবে তাৎক্ষণিক ধাওয়া ও অভিযানে ট্রাকসহ তিনজনকে আটক করা হয়। পরে ট্রাক তল্লাশি করে ১ হাজার ৩০১ বোতল ভারতীয় বিদেশি মদ জব্দ করা হয়।
র্যাব জানায়, শেরপুরের সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে রাজধানী ঢাকায় ভারতীয় বিদেশি মদ পাচারের একটি শক্তিশালী চক্র গড়ে উঠেছে।সীমান্ত এলাকা থেকে মদ সংগ্রহ করে শেরপুর-জামালপুর হয়ে ঢাকা এবং শেরপুর-ময়মনসিংহ হয়ে ঢাকা সড়ক ব্যবহার করে পাচার করা হয়।
জামালপুর র্যাব-১৪ এর কম্পানি কমান্ডার মেজর আসিফ আল-রাজেক বলেন, শেরপুর সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে ট্রাকে করে ভারতীয় বিদেশি মদ রাজধানী ঢাকায় নেওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১ হাজার ৩০১ বোতল মদ জব্দ করা হয়েছে। এ মাসের শুরুতেও শেরপুরে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ করা হয়েছিল। তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে শেরপুর সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।





