টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্তবর্তী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১০টি ল্যান্ড মাইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বেরিবাঁধ সংলগ্ন জঙ্গল এলাকা থেকে এসব মাইন উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
বিজিবি সূত্র জানায়, হোয়াইক্যং বিওপির একটি বিশেষ টহল দল নিয়মিত দায়িত্ব পালনকালে বিআরএম-১৮ পয়েন্ট থেকে আনুমানিক দেড় কিলোমিটার দক্ষিণ-পূর্বে সন্দেহজনক তৎপরতা লক্ষ্য করে। এ সময় এক ব্যক্তিকে পলিথিনে মোড়ানো কিছু বস্তু রেখে দ্রুত পালিয়ে যেতে দেখা যায়। পরে টহল দল ঘটনাস্থল তল্লাশি চালিয়ে ১০টি ল্যান্ড মাইন উদ্ধার করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত ল্যান্ড মাইনগুলো স্থানীয় সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা আর্মি (এআরএ)-এর কোনো সদস্য ফেলে রেখে গেছে।ল্যান্ড মাইনগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় বিজিবির বোমা নিষ্ক্রিয়করণে অভিজ্ঞ সদস্যদের তত্ত্বাবধানে সেগুলো নিরাপদে হোয়াইক্যং বিওপিতে নেওয়া হয়। পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তার জন্য ওই এলাকায় অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিজিবির এক কর্মকর্তা বলেন, “সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। সময়োচিত অভিযানের ফলে বিপজ্জনক ১০টি ল্যান্ড মাইন উদ্ধার করা সম্ভব হয়েছে, যা বড় ধরনের নাশকতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।”
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ আব্দুস সালাম বলেন, “ল্যান্ড মাইন উদ্ধারের বিষয়টি অবগত হয়েছি। বিস্তারিত তথ্য সংগ্রহের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”উদ্ধারকৃত মাইনগুলোর উৎস এবং এর সঙ্গে জড়িত চক্র শনাক্তে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।





