টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে আওয়ামী লীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাতে থানার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন— টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব মোরশেদ, টেকনাফ পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী, কক্সবাজার জেলা ছাত্রলীগের সদস্য তারেক মাহমুদ রনি ও আওয়ামী লীগ নেতা শফিকুর রহমান।এদের মধ্যে মাহবুব মোরশেদ ও তারেক মাহমুদ রনি উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলীর ছেলে এবং বাকী দুইজন পারিবারিকভাবে আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত।বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ গিয়াস উদ্দিন। তিনি বলেন, ‘গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।’
