বিনোদন ডেস্ক : টলিউডে দুই দশক পূর্ণ করলেন দেব। শনিবার সন্ধ্যায় কলকাতার নেতাজি ইন্ডোরে তাই তৈরি হয়েছিল রঙিন মঞ্চ, তারই সঙ্গে জুড়ে ছিল নায়কের আসন্ন ছবি ‘রঘু ডাকাত’-এর ট্রেলার উন্মোচন। আলো-ঝলমলে পরিবেশে সাজানো সেই অনুষ্ঠান শুধু বিনোদনেই ভরপুর ছিল না, দর্শক-অতিথিদের মনে জাগিয়েছে একরাশ স্মৃতিও। ফিরে যাওয়া গেল সেই সময়ে, যখন ফেসবুক-ইনস্টাগ্রামের রমরমা ছিল না, রিল ভিডিওর দাপটও ছিল না।তখন সিঙ্গল স্ক্রিনের কাঠের চেয়ার, হাতে লাল-নীল টিকিট, আর দর্শকদের মগ্নতা ছিল ‘চ্যালেঞ্জ’, ‘পাগলু’, ‘পরাণ যায় জ্বলিয়া রে’-এর মতো খাঁটি কমার্শিয়াল ছবিতে। নিজের সাফল্যের উদযাপনে সেই পুরোনো আবহই ফিরিয়ে আনলেন দেব।
সন্ধ্যার অনুষ্ঠানে হাজির হয়েছিলেন দেবের দীর্ঘ ক্যারিয়ারে একসঙ্গে কাজ করা বহু নায়িকা— কোয়েল মল্লিক, নুসরত জাহান, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় প্রমুখ। তাদের সঙ্গে মঞ্চে সুপারহিট গানের তালে নেচে নায়ক যেন দর্শকদের টেনে নিয়ে গেলেন ফেলে আসা সময়ে।তবে বিশেষ দিনে দেখা মেলেনি দেবের প্রেমিকা রুক্মিণী মৈত্রর। দেব অবশ্য ব্যাখ্যা দিয়েছেন—“আমার ক্যারিয়ারের খুব গুরুত্বপূর্ণ অংশ রুক্মিণী। কিন্তু ও মুম্বাইয়ে থাকায় আসতে পারেনি।”তবু এই ব্যাখ্যায় অনেক অনুরাগী সন্তুষ্ট নন।
টলিউডে বহুদিন ধরেই কানাঘুষো চলছে, নানা কারণে দেব-রুক্মিণীর সম্পর্কে ফাটল ধরেছে। প্রকাশ্যে তা স্বীকার না করলেও দু’জনেই অতীতে একাধিকবার মঞ্চ থেকে বা ব্যক্তিগত সময়ে একে অপরের প্রতি ভালোবাসা দেখিয়েছেন। কিন্তু ‘রঘু ডাকাত’ নিয়ে রুক্মিণীর নীরবতা নতুন প্রশ্ন তুলছে। বিশেষ দিনে তিনি নেটমাধ্যমেও শুভেচ্ছা জানাননি। তাহলে কি অভিমান এখনো কাটেনি? নাকি সচেতনভাবেই দূরত্ব বজায় রাখছেন? উত্তর মেলেনি।
এখানেই শেষ নয়। দেবের প্রথম হিট ছবি ‘চ্যালেঞ্জ’-এর নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়কেও দেখা যায়নি এই মহোৎসবে। ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘খোকাবাবু’, এমনকি সাম্প্রতিক ‘ধূমকেতু’—একাধিক সফল ছবিতে তাঁদের রসায়ন বক্স অফিসে রেকর্ড গড়েছে। তবে বিতর্কও কম হয়নি। এক সাক্ষাৎকারে দেব মন্তব্য করেছিলেন, শুভশ্রী বর্তমান সময়ে দাঁড়িয়ে হয়তো আর ‘ধূমকেতু’র নায়িকা হতে পারতেন না। বিষয়টি শুভশ্রীর কাছে সহজ ছিল না। কাজের খাতিরে যে বন্ধুত্ব তৈরি হয়েছিল, ছবির সাফল্যের পর সেই সম্পর্কেই নাকি ফাটল ধরেছে। শোনা যাচ্ছে, সেই কারণেই দেবের অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন শুভশ্রী।
শেষ পর্যন্ত জল্পনা-গুঞ্জনের মাঝেই দেবের ২০ বছরের যাত্রা উদযাপিত হলো জমকালোভাবে। তবে নজর কাড়ল একটাই বিষয়—নায়কের জীবনের গুরুত্বপূর্ণ দুই নারী, অতীত কিংবা বর্তমান—কেউই ছিলেন না তার এই বিশেষ দিনে। অনুষ্ঠান থেমে থাকেনি, কিন্তু প্রশ্ন থেকে গেল দর্শকের মনে।
