নিজস্ব প্রতিবেদক: ৫২ তম গ্রীষ্মকালীন আন্ত: স্কুল ও মাদ্রাসা (বন্দর থানা) প্রতিযোগিতায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বালিকা উচ্চ বিদ্যালয় থানা পর্যায়ে ফুটবল, হ্যান্ডবল, সাঁতার ও দাবা এই চারটি ইভেন্টে চ্যাম্পিয়ন হয়ে জেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে। বিদ্যালয়ের ফুটবল টিম হালিশহর বেগমজান স্কুল কে এবং হ্যান্ডবল টিম বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ ও বি এ এফ শাহীন স্কুল এন্ড কলেজকে পরাজিত করে। হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয় মাঠে ক্রীড়া প্রতিযোগিতা সমূহ অনুষ্ঠিত হয়। বন্দর-পতেঙ্গা-বায়েজিদ থানা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব শফিউল আলম উক্ত অনুষ্ঠানে পুরষ্কার বিতরন করেন। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইস্টার্ন রিফাইনারি উচ্চ বিদ্যালয় ও হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষকদ্বয় এবং (পতেঙ্গা-বন্দর-বায়েজিদ) থানার একাডেমিক সুপারভাইজার।চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মাননীয় চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস. এম. মনিরুজ্জামান, ওএসপি, এনডিসি, এনসিসি, পিএসসি মহোদয় এবং বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন), উপসচিব মমিনুর রশিদ শিক্ষার্থীবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন।