২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

চেম্বার নির্বাচনে ‘পরিবারতন্ত্র’ পুনর্বহালের অপচেষ্টা, সচেতন ব্যবসায়ীদের ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: আসন্ন চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদ নির্বাচনে অতীতের ফ্যাসিবাদী পরিবারতন্ত্র পুনর্বহালের নতুন অপচেষ্টা শুরু হয়েছে বলে দাবি করেছেন চট্টগ্রাম সচেতন ব্যবসায়ী সমাজের আহ্বায়ক এসএম নুরুল হক। বুধবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে তিনি এমন দাবি করেন। একই সাথে এম এ লতিফের প্রেতাত্মারা আবার পারিবারিক চেম্বার গঠনের চেষ্টা চালাচ্ছেন বলেও অভিযোগ আনেন তিনি।
এসএম নুরুল হক বলেন, দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের পর বাতিল হওয়া টাউন এসোসিয়েশন ও ট্রেড গ্রুপের সদস্যদের আবারও বহাল করে নির্দিষ্ট একটি পরিবার ও তাদের আত্মীয়-স্বজনকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। যা চেম্বারকে আবারও ব্যক্তিগত ও পারিবারিক দখলে নেওয়ার ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয়।
সংবাদ সম্মেলনে তুলে ধরা তথ্য অনুযায়ী, এমএ লতিফের ছেলে ও আত্মীয়-স্বজনসহ বিভিন্ন ঘনিষ্ঠজন ভুয়া ঠিকানা ও বানোয়াট কাগজপত্রের মাধ্যমে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। এ বিষয়ে আপিল বোর্ডকে চাপ প্রয়োগের অভিযোগও করেন ব্যবসায়ী নেতারা।
এসএম নুরুল হক আরো বলেন, এটি ব্যবসায়ীদের প্রকৃত প্রতিনিধিত্বকে স্তব্ধ করার এক নিন্দনীয় প্রচেষ্টা। আমরা চেম্বারের প্রশাসক, নির্বাচন বোর্ড ও বাণিজ্য সংগঠনের মহাপরিচালকের কাছে দাবি জানাচ্ছি, এসব ভুয়া সংগঠন ও সদস্যদের অবিলম্বে বাতিল করা হোক। অন্যথায় সাধারণ ব্যবসায়ীরা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।

আরও পড়ুন