২৪শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

চলে গেলেন ‘সাগরের তীর থেকে’ গানের শিল্পী জীনাত রেহানা

অনলাইন ডেস্ক: ‘সাগরের তীর থেকে, মিষ্টি কিছু হাওয়া এনে’ গানে খ্যাতি পাওয়া ষাটের দশকের সংগীতশিল্পী জীনাত রেহানা আর নেই। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।এই শিল্পীর পারিবারিক বন্ধু আলোকচিত্রী মাজেদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।জীনাত রেহানার মেয়ে রেহনুমা কামাল আহমেদ ফেইসবুকে তার মায়ের মৃত্যুর খবর জানিয়ে বলেছেন, জীনাত রেহানাকে দাফন করা হবে বনানী কবরস্থানে।এর আগে চ্যানেল আই প্রাঙ্গণে এই শিল্পীর মরদেহ নেওয়ার কথা আছে।জীনাত রেহানার মৃত্যুর খবর ঘুরছে সোশাল মিডিয়াতেও।
সংগীতশিল্পী তিমির নন্দী ফেইসবুকে লিখেছেন, “মনটা ভীষণভাবে খারাপ হয়ে গেল! বাংলাদেশের কিংবদন্তি কন্ঠশিল্পী, শ্রদ্ধেয় জীনাত রেহানা ভাবী চলে গেলেন পরপারে। কি মিষ্টি ছিল তাঁর কন্ঠ- ‘সাগরের তীর থেকে, মিষ্টি কিছু হাওয়া এনে’। আমাকে ছোট ভাই হিসেবেই ডেকেছেন, দেখেছেন।”জীনাত রেহানাকে একজন ‘সাদামাটা’ মানুষ বর্ণনা করে তার সঙ্গে কাজের অভিজ্ঞতাও তুলে ধরেন তিমির নন্দী।
এই গায়িকার প্রয়াণে সঙ্গীতাঙ্গনের ‘অপূরণীয় ক্ষতি হয়ে গেল’ মন্তব্য করে তিমির নন্দী বলেন, “তিনি আমাদেরকে শিখিয়ে গেছেন, একজন কিংবদন্তি শিল্পী হয়েও কিভাবে কনিষ্ঠদের স্নেহ করতে হয়, ভালবাসতে হয়। আমি তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। তিনি মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন তাঁর গানে অনন্তকাল।”জীনাত রেহানার মৃত্যুতে শোক জানিয়ে ফেইসবুকে পোস্ট দিয়েছেন পরিচালক প্রযোজক খ ম হারুন।
১৯৬৪ সালে জীনাত রেহানা বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত শিল্পী হন। সেখানে ১৯৬৮ সালে জীনাত রেহানার ‘সাগরের তীর থেকে’ গানটি রেকর্ড করা হয়। এটি প্রচারের পরপর গানটি দর্শকপ্রিয়তা পায়।১৯৬৫ সালে টেলিভিশনের শিল্পী হিসেবে গান শুরু করেন জীনাত। নব্বইয়ে দশকেও বিটিভির পর্দায় গান পরিবেশনায় পাওয়া গেছে তাকে। তবে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজ করার কারণে তাকে গানে কম দেখা যেত।’সাগরের তীর থেকে, মিষ্টি কিছু হাওয়া এনে’ ছাড়াও জীনাত রেহানার গাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে, ‘একটি ফুল আর একটি পাখি বলতো কি নামে তোমায় ডাকি’, ‘আমি কাকন দিয়ে ডেকেছিলেম মুখে লজ্জা ছিল বলে’, ‘কপালে তো টিকলি পরবো না’, ‘আমি যার কথা ভাবছি মনে আনমনে’, ‘আমায় যদি ডাকো কাছে’, ‘কণ্ঠবীণা’, ‘মনে রেখো, স্মৃতি থেকে’।আধুনিক ও আধ্যাত্মিক গানের পাশাপাশি তিনি ছোটদের গানও করেছেন। জীনাত রেহানার স্বামী ছিলেন বাংলাদেশ টেলিভিশনের উপমহাব্যবস্থাপক।

আরও পড়ুন