২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে ভাতিজার কবর ঠিক করতে গিয়ে চাচার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: চীনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত উজু বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আবরার শামীর চৌধুরীর দাফনের জন্য গ্রামের বাড়িতে কবর খোঁড়ার আয়োজন করতে গিয়ে কবরস্থানে অসুস্থ হয়ে পড়েন সাবেক ফুটবলার আবু মো. সাইফুল ইসলাম চৌধুরী (৬০)। তিনি আবরার শামীর চাচা। অসুস্থ সাইফুল ইসলামকে পটিয়া থেকে চট্টগ্রাম নগরের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।১৮ দিনের ব্যবধানে চাচা-ভাতিজার মৃত্যুর ঘটনায় চট্টগ্রাম নগরীর ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
এর আগে গত ২২ ডিসেম্বর চীনে সড়ক দুর্ঘটনায় নিহত আবরার শামীর তাঁর বড় ভাই আবু মো. নুরুল আবছার চৌধুরীর একমাত্র সন্তান। আগামী ১২ জানুয়ারি তার মরদেহ দেশে আসার কথা। শুক্রবার পটিয়ার গ্রামের বাড়িতে কবর খোঁড়ার আয়োজন করতে গিয়ে কবরস্থানে অসুস্থ হয়ে পড়েন সাইফুল চৌধুরী।
প্রয়াত সাইফুল চৌধুরী জামালখানের ঐতিহ্যবাহী শতদল ক্লাব জুনিয়রের সাধারণ সম্পাদক এবং পটিয়ার হাবিলাসদ্বীপের সাবেক চেয়ারম্যান আবু ছিদ্দিক চৌধুরীর ছেলে।

আরও পড়ুন