২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে বিএসএএ নির্বাচন ৯ অক্টোবর, লড়ছেন ৩৩ প্রার্থী

অনলাইন ডেস্ক: : বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশনের (বিএসএএ) ২০২৫-২০২৭ মেয়াদের নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের জমজমাট প্রচারণা চলছে। আগামী বৃহস্পতিবার (৯ অক্টোবর) অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।দুই গ্রুপ, ঐক্য পরিষদ ও সম্মিলিত পরিষদ, এবং একক প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতায় সরগরম ভোটের মাঠ।
নির্বাচন কমিশন জানিয়েছে, এবারের নির্বাচনে ১৬১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে জেনারেল ক্যাটাগরিতে আছেন ৯২ জন এবং এসোসিয়েট ক্যাটাগরিতে আছেন ৬৯ জন ভোটার। নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রার্থীদের আচরণবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।
জানা গেছে, এবারের নির্বাচনে ২৪টি পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৩ জন প্রার্থী। এবার চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিন প্রার্থী। তারা হলেন- ঐক্য পরিষদ থেকে ক্যাপ্টেন এমডি সালাহ উদ্দিন চৌধুরী, সম্মিলিত পরিষদ থেকে আহসান ইকবাল চৌধুরী (আবির) এবং একমাত্র একক প্রার্থী হিসেবে রয়েছে আহসানুল হক চৌধুরী। এছাড়া সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন আজিম রহিম চৌধুরী, এমডি আলী আকবর (ঐক্য পরিষদ), মোহাম্মদ আব্দুল মালেক ও জহুর আহমেদ (সম্মিলিত পরিষদ)। ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ মশিউল আলম, ক্যাপ্টেন মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ (ঐক্য পরিষদ) ও আক্তার কামাল চৌধুরী (সম্মিলিত পরিষদ)। জেনারেল পরিচালক পদে ঐক্য পরিষদ থেকে রয়েছেন-ক্যাপ্টেন মোহাম্মদ আলী, অঞ্জন মজুমদার, কাজী মনসুর উদ্দীন, শরফরাজ কাদের, মোহাম্মদ দিদারুল আলম চৌধুরী, মোহাম্মদ আনোয়ার হোসেন খান (হাসান), মোহাম্মদ আব্দুল কুদ্দুস, নূর উন নবী, এস এম এনামুল করিম, আকিব হাসনাত, মোহাম্মদ শফিউল আলম, এ টি এম জহিরুল ইসলাম ও মোহাম্মদ আনোয়ারুল কবির কামরুল। অপরদিকে সম্মিলিত পরিষদ থেকে আছেন-মোহাম্মদ তৌহিদুল ইসলাম, আহমেদ তাসিন আসাদুল্লাহ ও মোহাম্মদ শহীদ উল্লাহ চৌধুরী।
অন্যদিকে এসোসিয়েট পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মুয়াম্মার আহমেদ, মোহাম্মদ হুমায়ুন কবির পাটোয়ারী, মোহাম্মদ শাহীন, ফরহাদুল আলম চৌধুরী, মোহাম্মদ মনসুর আলী ও মাসুদ আহমেদ (ঐক্য পরিষদ) এবং জুনাইদ আহমেদ রাহাত (একক প্রার্থী)। ঐক্য পরিষদ এবার পূর্ণ প্যানেল ঘোষণা করেছে। অপরদিকে সম্মিলিত পরিষদ প্রার্থী সংকটে পড়ায় ভোটের লড়াইয়ে নতুন কৌশল নিয়েছে দুই পক্ষই। প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় বন্দরের কার্যক্রম উন্নয়ন, নীতি-পরিকল্পনা প্রণয়ন, সেবা সম্প্রসারণ এবং আমদানি-রপ্তানি বাণিজ্যে গতি বৃদ্ধির নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। বিশেষ করে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদকে ঘিরে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন