নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরের পলোগ্রাউন্ড মাঠে বিএনপির সমাবেশ চলাকালে ভিড়ের চাপে দুইজন অসুস্থ হয়ে পড়েছেন। রোববার বেলা সাড়ে ১২টার দিকে জনসমাবেশস্থল থেকে তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে একজনের নাম রাকিব। অন্যজনের নাম জানা যায়নি।অন্যদিকে নির্বাচনী সমাবেশকে কেন্দ্র করে মিছিলের ভিডিও ধারণ করার সময় সড়কে পড়ে গিয়ে সাইদুল ইসলাম চিশতী (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এদিন সকাল সাড়ে ১১টার দিকে নগরের স্টেডিয়াম সংলগ্ন হল টোয়েন্টিফোরের সামনে এ দুর্ঘটনা ঘটে।সাইদুল ইসলাম চিশতী, সে নগরীর এনায়েত বাজার ডায়াবেটিক হাসপাতাল সংলগ্ন এলাকার নজরুল ইসলাম বাবুর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়, সকালে সাড়ে ১১টার দিকে নগরের হোটেল রেডিসন ব্লুতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের একটি কর্মসূচি উপলক্ষে কোতোয়ালী থানা ছাত্রদলের নেতাকর্মীরা স্টেডিয়াম গেট এলাকায় অবস্থান নেন।সেখান থেকে তারা পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিতব্য নির্বাচনি সমাবেশে যোগ দিতে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবদুল মালেক বলেন, মিছিল চলাকালে চিশতী মোবাইল ফোনে ভিডিও ধারণ করছিল। এ সময় হঠাৎ পেছন দিকে ঘুরে সে সড়কে পড়ে যায়। পড়ে যাওয়ার পরপরই তাকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাই।সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ন্যাশনাল হসপিটাল চট্টগ্রাম এন্ড সিগমা ল্যাব লিমিটেডের জরুরি বিভাগের মোবাইল ফোন অপারেটর মো. রিয়াদ বলেন, রোববার বেলা ১২টার দিকে সাইদুল ইসলাম চিশতীকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়েছে। তবুও হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘ সময় সমাবেশে অবস্থান করার একপর্যায়ে দু’জন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সমাবেশস্থলে স্বেচ্ছাসেবকরা পানি ও প্রাথমিক সহায়তা দেন। সহকর্মীরা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। চমেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই নুরুল আলম আশেক বলেন, তারা হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।বর্তমানে দু’জনই চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে তিনি জানান।





