১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

চকরিয়া থেকে মাইক্রোবাস ভাড়ায় এনে পাঁচলাইশে ছাত্রলীগের মিছিল :গ্রেফতার-৪

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরের পাঁচলাইশ থানা এলাকায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের পর চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে হামজারবাগ সঙ্গীতের মোড় আজিজুল্লাহ সড়ক হযরত কামাল শাহ বোগদাদী (রঃ) মাজার গেইটের সামনে এই ঝটিকা মিছিল করা হয়। পুলিশ জানিয়েছে, মিছিলে অংশ নিতে মাইক্রোবাস (চট্টমেট্টো-ছ-৫১-৮৭৬) ভাড়া করে নগরে এসেছিল তারা। মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে। গ্রেফতার চারজন হলেন, মাইক্রোবাস চালক আবু মুসা, সহযোগী সাকিব আলম, রায়হান উদ্দিন এবং মো. আরিফ। এ ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মিছিলটির নেতৃত্ব দিয়েছেন চকবাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শীর্ষ সন্ত্রাসী নুর মোস্তফা টিনুর অনুসারী হিসেবে পরিচিত ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন ইভান। রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, জনসাধারণের ক্ষতি ও নাশকতা সৃষ্টি করার উদ্দেশ্যে মিছিলটি করা হয়েছে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানিয়েছেন, মাইক্রোবাসের চালক এবং হেলপারকে আগে গ্রেপ্তার করে পুলিশ। তারা জানিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জটিকা মিছিলে অংশগ্রণের উদ্দেশ্যে গাড়িটি চকরিয়া হতে ভাড়া করা হয়। মাইক্রোবাসটি চট্টগ্রাম শহরে এসে ঝটিকা মিছিল শেষ করে ছবি তুলে পুনরায় চকরিয়া ফেরত নিয়ে যাবে বলে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাকি দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন