৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ঘুরতে গিয়ে বিয়ে করে ফেললেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক : গোপনে বিয়ে করেছেন টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। আজ শুক্রবার (২৮ নভেম্বর) সকাল থেকেই সোশ্যাল মিডিয়া ভরে উঠেছে তার বিয়ের একঝাঁক ছবিতে। ভারতীয় গণমাধ্যম এর প্রতিবেদন অনুযায়ী, ‘আমেরিকার লাস ভেগাসে আইটি ইঞ্জিনিয়ার সুজিত বসুকে বিয়ে করেছেন অভিনেত্রী। আটলান্টায় থাকেন সুজিত।প্রায় ২৮ বছর সেখানকারই বাসিন্দা তিনি। পাঁচ মাসের প্রেম। তবে খুব অল্প সময়েই মন দিয়ে ফেলেছেন অভিনেত্রী।’জানা গেছে, বিয়েটা পুরোপুরি সারপ্রাইজ ছিল তনুশ্রীর জন্য।তিনি লাস ভেগাসে ছুটি কাটাতে গিয়েছিলেন সুজিতের সঙ্গে। এদিকে, সুজিত সমস্ত আয়োজন করে রেখেছিলেন। অগত্যা বাবা-মাকে ভিডিও কলে রেখে, বিয়েটা করেই ফেলেন।
হাতে মেহেদি, সঙ্গে হীরার গয়না। অন্যদিকে, সুজিতকে দেখা গেল কালো স্যুটে। তনুশ্রীকে সুজিত প্রপোজ করেছেন হীরার আংটি দিয়ে। আর বরের জন্য তনুশ্রী আবার ট্যুর প্ল্যান করেছেন ফ্লোরিডাতে।ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী ২০১০ সালে ‘বন্ধু এসো তুমি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন।এরপর ‘খাদ’, ‘বুনো হাঁস’, ‘অভিশপ্ত নাইটি’, ‘কয়েকটি মেয়ের গল্প’, বেডরুম’-এর মতো অনেক দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেত্রী।

আরও পড়ুন