অনলাইন ডেস্ক: গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, মারপিট ও গাড়ি পোড়ানোর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৭৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪৫০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে।বৃহস্পতিবার গভীর রাতে গোপালগঞ্জ সদর উপজেলার গোপিনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক আহম্মেদ আলী বাদী হয়ে মামলাটি করেছেন বলে শুক্রবার বিকাল সোয়া ৩টার দিকে জানিয়েছেন গোপালগঞ্জ সদর থানার ওসি মির মোহাম্মদ সাজেদুর রহমান।ওসি সাজেদুর বলেন, বুধবার সকালে এনসিপির পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার উলপুরে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল পুলিশ।এ সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জেলা কমিটির সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের নেতৃত্বে একদল লোক অতর্কিতে কর্তব্যরত পুলিশ সদস্যদের ওপর হামলা করে।তারা পুলিশ সদস্যদের মারপিট ও গাড়ি ভাঙচুর করে অগ্নিসংযোগ করে। এ সময় পরিদর্শক আহম্মেদ আলীসহ পাঁচ পুলিশ সদস্য আহত হন।
এ ঘটনায় মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জেলা সভাপতি নিউটন মোল্লা-সাধারণ সম্পাদক আতাউর পিয়ালসহ ৭৫ জনের নাম উল্লেখ ৪৫০-৫০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানান ওসি।
