২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

গাজায় গুলিবিদ্ধ হয়ে ফিলিস্তিনি সাংবাদিক নিহত

অনলাইন ডেস্ক : ফিলিস্তিনি সাংবাদিক সালেহ আলজাফারাওয়ি (২৮) স্থানীয় সময় রবিবার গাজা শহরের দক্ষিণাঞ্চলে গুলিতে নিহত হয়েছেন। ফিলিস্তিনি গণমাধ্যম সূত্রে জানা গেছে, আল-সাবরা এলাকায় সংঘর্ষের খবর সংগ্রহের সময় এক ‘সশস্ত্র মিলিশিয়ার’ সদস্যরা তাকে গুলি করে হত্যা করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলোতে দেখা গেছে, গুলিবিদ্ধ হওয়ার পরপরই মাটিতে পড়ে থাকা আলজাফারাওয়িয়ের নিথর দেহ।গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক নিরাপত্তা কর্মকর্তা আল জাজিরাকে জানান, ওই এলাকায় নিরাপত্তা বাহিনী ও দখলদার বাহিনীর সহযোগী এক সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে, যাতে কয়েকজন নিহত ও আহত হয়।
তিনি আরো জানান, গাজার নিরাপত্তা বাহিনী গোষ্ঠীটিকে ঘিরে ফেলে এবং পরে জানতে পারে, তারা দক্ষিণাঞ্চল থেকে গাজা শহরে ফিরে আসা বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ওপরও হামলা চালিয়েছিল।
অনলাইনে ছড়ানো ভিডিও ফুটেজে দেখা গেছে, আল-সাবরা এলাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সদস্যদের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর গুলিবিনিময় চলছে। সালেহ আলজাফারাওয়ি ছিলেন গাজা যুদ্ধের সময়কার অন্যতম পরিচিত ফিলিস্তিনি সাংবাদিক। তিনি গত দুই বছর ধরে নিজের ক্যামেরা ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে ইসরায়েলি হামলায় সৃষ্ট ধ্বংসযজ্ঞ ও ফিলিস্তিনি নাগরিকদের দুর্ভোগের খবর সংগ্রহ করছিলেন।
গত সপ্তাহেই তার একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে তিনি আনন্দভরে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির খবর ঘোষণা করেছিলেন। ইসরায়েলের গণহত্যা ও গাজায় আরোপিত অবরোধ ও অনাহারের বাস্তবচিত্র তুলে ধরার কারণে ইসরায়েলি কর্তৃপক্ষ তাকে ‘রেড নোটিস’ তালিকায় অন্তর্ভুক্ত করেছিল। একই তালিকায় ছিলেন আরো কয়েকজন লক্ষ্যবস্তু সাংবাদিক, যার মধ্যে নিহত ফিলিস্তিনি সাংবাদিক আনাস আল-শারিফও আছেন।
২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েল-গাজা যুদ্ধের পর থেকে এ পর্যন্ত ২৭০ জনেরও বেশি সাংবাদিক ও গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন — যা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী সংঘাত হিসেবে গণ্য হচ্ছে সংবাদকর্মীদের জন্য।সূত্র : আরব নিউজ।

আরও পড়ুন