৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

গর্ভেই দ্বিতীয় সন্তানের মৃত্যু, কষ্টের কথা প্রকাশ্যে আনলেন রানি মুখার্জি

বিনোদন ডেস্ক : প্রেক্ষাগৃহে আজ শুক্রবার পেয়েছে রানি মুখার্জি অভিনীত নতুন সিনেমা ‘মার্দানি ৩’। সিনেমাটি মুক্তির মধ্যেই নিজের জীবনের এক গভীর বেদনাদায়ক অধ্যায়ের কথা প্রকাশ্যে আনলেন এই বলিউড অভিনেত্রী। ছবিটিতে কাজ শুরু করার সময় ব্যক্তিগত জীবনে ভয়ংকর এক শোকের মধ্য দিয়ে যাচ্ছিলেন রানি—যা এত দিন অজানাই ছিল।অভিনেত্রী জানিয়েছেন, ২০২০ সালে অতিমারির সময় তিনি দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হন।কিন্তু রানির সেই সন্তান পৃথিবীর আলো দেখেনি।

পাঁচ মাসেই গর্ভপাত হয় তাঁর। এই ঘটনার মাত্র কয়েক দিনের মধ্যেই আসে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবির প্রস্তাব। সেই সময় তাঁর জীবনের এই বিপর্যয়ের কথা পরিচালক বা প্রযোজক— কাউকেই জানাননি তিনি।রানির কথায়, ছবিটি মুক্তি পাওয়ার সময়ও তিনি ইচ্ছে করেই এই ব্যক্তিগত যন্ত্রণার কথা সামনে আনেননি। তাঁর আশঙ্কা ছিল, তখন এসব কথা বললে মানুষ ভাবতে পারেন ছবির প্রচারের জন্যই তিনি নিজের কষ্টের গল্প শোনাচ্ছেন। তাই নীরবতাকেই বেছে নিয়েছিলেন অভিনেত্রী।‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে দেবিকা চট্টোপাধ্যায়ের চরিত্রে রানির অভিনয় ছিল এক মায়ের সন্তানের জন্য আপসহীন লড়াইয়ের গল্প।বাস্তব জীবনেও সদ্য সন্তান হারানোর যন্ত্রণায় থাকা একজন মায়ের পক্ষে সেই চরিত্রে নিজেকে মেলে ধরা সহজ ছিল না। তবু সেই বেদনাই যেন চরিত্রটিকে আরো গভীর করে তুলেছিল।
সম্প্রতি ‘মার্দানি ৩’-এর প্রচারে অংশ নিয়ে সেই সময়ের কথা স্মরণ করেন রানি মুখার্জি। তিনি বলেন, ‘এই ছবিটা আমার জীবনে এমন একসময়ে এসেছিল, যখন আমি সদ্য দ্বিতীয় সন্তানকে হারিয়েছি। গল্পটা শোনার সঙ্গে সঙ্গেই মনে হয়েছিল, আমি এর সঙ্গে জড়িয়ে আছি।হারানোর যন্ত্রণার সঙ্গে ছবির গল্পটা যেন এক হয়ে গিয়েছিল।’

আরও পড়ুন