নিজস্ব প্রতিবেদক: নিত্যপ্রয়োজনীয় খাদ্যশস্যের বেআইনি মজুদ বিরোধী অভিযানে চট্টগ্রামের চাক্তাই চালপট্টিতে দুই চাল বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া মুমতাহিনা অভিযান পরিচালনা করেন। অভিযানে আরও ২টি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় এ সময় সহযোগিতা প্রদান করে।অভিযানকালে কয়েকটি পাইকারি চালের আড়তে লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা, সঠিকভাবে চালান রেজিস্ট্রার সংরক্ষণ না করা, স্বাস্থ্যবিধি লঙ্ঘন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য সংরক্ষণ এবং মানহীন চাল মজুদ রাখার প্রমাণ পাওয়া যায়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নিত্যপ্রয়োজনীয় খাদ্যশস্যের বাজারমূল্য স্থিতিশীল রাখার স্বার্থে কোন অসাধু ব্যক্তি যাতে বেআইনিভাবে খাদ্যশস্য মজুদ করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে নিয়মিত বেআইনি মজুদ বিরোধী এ ধরনের অভিযান জনস্বার্থে ভবিষ্যতেও চলমান থাকবে এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
