২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

কার প্রেমে মজলেন বিল গেটসকন্যা?

বিনোদন ডেস্ক : আবারও প্রেমে পড়েছেন বিশ্বখ্যাত মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের কনিষ্ঠ কন্যা ফোবি অ্যাডেল গেটস। ২৩ বছর বয়সী ফোবি সম্প্রতি সামাজিক মাধ্যমে জানালেন, তিনি প্রেমে পড়েছেন।ফোবি ১৫ ডিসেম্বর ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন, যেখানে তার পাশে দেখা যায় চ্যাজ ফ্লিনকে। ছবির ক্যাপশনে ফোবি শুধু একটি লাল হৃদয়ের ইমোজি দিয়েছেন, যা তাদের সম্পর্কের ইঙ্গিত বহন করছে।মিডিয়ার নজর এড়িয়ে দীর্ঘদিন গোপনে সম্পর্ক চালিয়ে আসা ফোবি ও চ্যাজের সম্পর্ক আসলে নতুন নয়। তারা একই হাই স্কুলে পড়াশোনার সময় বন্ধু ছিলেন এবং অল্প সময়ের জন্য সম্পর্কেও আবদ্ধ ছিলেন। অনেক বছর পর সেই হাই স্কুলের বন্ধুত্ব যেন নতুন করে প্রেমে রূপ নিল। এর আগে ফোবি আর্থার ডোনাল্ডের সঙ্গে সম্পর্কে ছিলেন।
আর্থার কিংবদন্তি গায়ক পল ম্যাককার্টনির নাতি। ২০২৩ সালে শুরু হওয়া সেই সম্পর্ক ২০২৫ সালের শেষের দিকে ইতি ঘটে। কয়েক মাসের বিরতির পর ফোবি ফিরে গেছেন তার প্রাক্তন হাই স্কুলের বন্ধু চ্যাজের কাছে।সোশ্যাল মিডিয়ায় পোস্টের পরে ফ্যানরা উচ্ছ্বাসে প্রতিক্রিয়া জানিয়েছেন।
একজন লিখেছেন, “প্রথম ভালোবাসা আবার ফিরে এসেছে। দুজনকে ধন্যবাদ।” অন্যরা বলছেন, “এটার জন্য অপেক্ষা করছিলাম। আপনাদের জন্য অনেক ভালোবাসা।”ফোবি গেটসের নতুন সম্পর্ক প্রকাশের খবরটি ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে এবং ফ্যানরা তাদের সম্পর্কের শুভকামনা জানাচ্ছেন।

আরও পড়ুন