অনলাইন ডেস্ক: কারা হেফাজতে ওয়াসিকুর রহমান বাবু (৪৩) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) বিকেলে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে রিমান্ডে নেওয়ার প্রক্রিয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে তার মৃত্যু হয়েছে। নিহত ওয়াসিকুর রহমান বাবু গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার উত্তর বাঁশবাড়িয়া গ্রামের এনায়েতুর রহমানের ছেলে। রাজনৈতিকভাবে তিনি নিষিদ্ধ ছাত্রলীগের বাড্ডা থানা শাখার সাবেক সভাপতি ছিলেন এবং বাড্ডা থানা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।সহকারী কারা মহাপরিদর্শক জান্নাত উল ফরহাদ বলেন, ‘গ্রেপ্তারের পর ২৭ সেপ্টেম্বর কাশিমপুর কারাগার-২-এ নেওয়া হয় ওয়াসিকুরকে। একটি মামলায় তার রিমান্ড মঞ্জুর হলে গতকাল তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিতে পুলিশের একটি দল এসেছিল। বিকেলে পুলিশের কাছে হস্তান্তরের সময় কারাগারের ফটকেই অজ্ঞান হয়ে যান ওয়াসিকুর। তাৎক্ষণিকভাবে তাজউদ্দীন মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।





