২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

কাজ পাচ্ছেন না শ্রদ্ধা কাপুর?

বিনোদন ডেস্ক : বলিউডের ‘স্ত্রী’ খ্যাত অভিনেত্রী শ্রদ্ধা কাপুর নিয়মিত কাজ পাচ্ছেন না—সম্প্রতি এমন গুঞ্জন ছড়িয়েছে। তবে অভিনেত্রীর বাবা, বর্ষীয়ান অভিনেতা শক্তি কাপুর সেই জল্পনা উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, তার মেয়ে আলিয়া ভাট ও অনন্যা পাণ্ডের তুলনায় পারিশ্রমিকের দিক থেকে অনেক এগিয়ে আছেন।শক্তি কাপুর সাংবাদিকদের জানান, “শ্রদ্ধা কম ছবিতে কাজ করে, তবে যেটি করে সেটিই যেন সেরা হয়—এই দিকেই ওর মনোযোগ।পারিশ্রমিকের দিক থেকেও ও আলিয়া বা অনন্যার চেয়ে অনেক বেশি টাকা নেয়। কী বলছেন? ও কাজ পাচ্ছে না?”ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ছবির ধরন ও বাজেটের ওপর নির্ভর করে শ্রদ্ধা কাপুর প্রতি সিনেমায় গড়ে ৭ থেকে ১৫ কোটি রুপি পর্যন্ত পারিশ্রমিক নেন। ২০২৫ সালে মুক্তি পাওয়া ‘স্ত্রী ২’-এর জন্য তিনি প্রায় ৫ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছিলেন।মেয়ের ব্যক্তিত্ব নিয়েও শক্তি কাপুর বলেন, “শ্রদ্ধা খুবই জেদি এবং নিজের নীতিতে অটল।
কিছু নির্দিষ্ট মূল্যবোধ আছে, যেগুলো খুব কড়াভাবে অনুসরণ করে। আমাদের সম্পর্কটা বন্ধুর মতো—কখনও ঝগড়া হয়, আবার কখনও সিনেমা নিয়ে আলোচনা করি।” তিনি গর্বের সুরে যোগ করেন, “আমি সত্যিই ওর জন্য গর্বিত। ও খুব ভালো অভিনয় করে।”
‘স্ত্রী ২’-এর বক্স অফিস সাফল্যের পর শ্রদ্ধার প্রতি দর্শক ও প্রযোজকদের আগ্রহ এখনও তুঙ্গে রয়েছে।সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরও পড়ুন