২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

কক্সবাজার সৈকতে গোসলে নেমে এক পর্যটকের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি:কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে একজন পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার ১৫ (আগস্ট) দুপুরে গোসলে নেমে সামির (২২) নামের এক তরুণ মারা যান। তিনি চট্টগ্রাম মহানগরীর হালিশহর এলাকার নয়াবাজারের বাসিন্দা।
ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে, চট্টগ্রাম থেকে আজ সকালে চার তরুণের একটি দলটি কক্সবাজারে বেড়াতে আসেন।
তারা হোটেল থেকে দুপুরে সৈকতের সীগাল পয়েন্টের সাগরে গোসল করতে নামেন।গোসলের সময় এক পর্যায়ে সাগরের ঢেউয়ের তোড়ে সামির ডুবে যায়। তাকে অন্যান্য পর্যটকরা উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন