২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

এনসিপিকে নিবন্ধন শাপলা প্রতীকেই দিতে হবে : নাসীরুদ্দীন পাটওয়ারী

অনলাইন ডেস্ক: নতুন রাজনৈতিক দল হিসেবে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) নিবন্ধন শাপলা প্রতীকেই দিতে হবে বলে জানিয়েছেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।নির্বাচন কমিশনের সঙ্গে সোমবার (২২ সেপ্টেম্বর) বৈঠকে বসে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে নাসীরুদ্দীন পাটওয়ারী এ কথা বলেন।তিনি বলেন, ‘সুখবর আসছে।এনসিপি নিবন্ধন পাবে বলে ইসি ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে। তবে আমাদের শাপলা প্রতীক দিতে হবে। আমরা শাপলা, সাদা শাপলা ও লাল শাপলা প্রতীক চেয়েছি। এর মধ্যে একটি প্রতীক না পেলে এনসিপি পরবর্তী পদক্ষেপ নেবে।’
তিনি আরো বলেন, ‘প্রতীকের বিষয়ে আমরা আজকেও কমিশনকে বলে আসছি শাপলা, সাদা শাপলা ও লাল শাপলাকে থেকে আমরা সরছি না। আগের জায়গাতেই আছি। তবে ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গায় খোঁজ পাচ্ছি কমিশন প্রতীকগুলো নিয়ে ষড়যন্ত্রমূলক কাজের মধ্য দিয়ে যাচ্ছে। আমরা দেশবাসীকে জানাতে চাই এনসিপির নিবন্ধনটা যে প্রতীকে হবে এটা অবশ্যই শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলা এই তিনটির মাধ্যমেই হতে হবে।এর ব্যত্যয় করা যাবে না। যদি করা হয়, সেটা কিভাবে নিতে হয় তা আমরা জানি।’
এনসিপি শাপলার পাশাপাশি সাদা ও লাল শাপলা প্রতীক চেয়ে আবেদন করেছে দ্বিতীয়বার। কিন্তু প্রতীকের তালিকায় এ ধরনের নির্বাচনী প্রতীক রাখেনি ইসি এবং আইন মন্ত্রণালয়ে পাঠানো প্রতীক তালিকাও সংশোধন আকারে ভেটিংয়ের অপেক্ষায় রয়েছে।

আরও পড়ুন