২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

উড়ে গেল ইসরায়েল : হালান্ডের হ্যাটট্রি

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ইসরায়েলকে ৫-০ গোলে হারিয়েছে নরওয়ে। ঘরের মাঠে অসলোর উলেভাল স্টেডিয়ামে নরওয়ের ফরোয়ার্ড আর্লিং হালান্ড হ্যাটট্রিকের মাধ্যমে নতুন রেকর্ড গড়েছেন। বাকি দুটি গোল এসেছে ইসরায়েলি ফুটবলারদের আত্মঘাতি শটে।নরওয়ে বলের ৫৫% দখল রেখে ১৬টি শট নিয়েছে, যার ৫টি লক্ষ্যে। ইসরায়েল ৪টি শট নিয়েছিল, যার মধ্যে মাত্র একটি লক্ষ্যে গিয়েছে।
ম্যাচের প্রথমার্ধেই নরওয়ে ৩-০ গোলের লিড নিয়েছিল। হালান্ড ২৭ মিনিটে প্রথম গোল, ৬৩ ও ৭২ মিনিটে আরও দুটি গোল করেন। এছাড়া তার দ্বিতীয় গোলের পর নরওয়ের হয়ে জাতীয় দলের ৫০তম গোল পূর্ণ করেন, যা মাত্র ২৫ বছর বয়সে বিশ্বের দ্রুততম।
এ ম্যাচে হালান্ডের নেওয়া পেনাল্টি দুইবারই ইসরায়েলের গোলরক্ষক আটকান। চলমান বিশ্বকাপ বাছাইয়ে ৬ ম্যাচে তার গোলসংখ্যা ১২। জাতীয় দলের সবমিলিয়ে ৪৬ ম্যাচে তার গোল ৫১। পূর্বের আন্তর্জাতিক রেকর্ডধারী ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন ৭১ ম্যাচে ৫০ গোল করেছেন।নরওয়ে এই বিশ্বকাপ বাছাইয়ের ৬ ম্যাচে জিতেছে, ১৮ পয়েন্ট নিয়ে ‘আই’ গ্রুপে শীর্ষে অবস্থান করছে।
প্রসঙ্গত, নরওয়ে ফুটবল ফেডারেশন আগেই জানিয়েছিল, অনিচ্ছা সত্ত্বেও তারা বিশ্বকাপ বাছাইপর্বের ইসরায়েলবিরোধী ম্যাচে খেলবে এবং টিকিটের আয় ফিলিস্তিনের মানবিক তহবিলে দান করা হবে। ম্যাচ চলাকালীন দর্শকদের মধ্যে প্রতিবাদী আবহ বজায় ছিল।
ম্যাচের বাইরে স্টেডিয়ামের গ্যালারিতে প্রো-প্যালেস্টিনিয়ান বিক্ষোভে এক হাজার মানুষ অংশগ্রহণ করেন। দর্শকরা ‘শিশুদের বাঁচতে দাও’ ও ‘ফ্রি গাজা’ লেখা ব্যানার ও টি-শার্টে উপস্থিত ছিলেন। নিরাপত্তার কারণে ৩ হাজার আসন ফাঁকা রাখা হয়, যাতে ইসরায়েলি ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করা যায়।

আরও পড়ুন