২১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ঈদে আসছে নাবিলার ‘বনলতা সেন’

বিনোদন ডেস্ক: দুই বছর আগে সরকারি অনুদান পাওয়া ‘বনলতা সেন’ সিনেমার শুটিং শুরু হয়েছিল ২০২১-২২ অর্থবছরে। অনেকটা নীরবেই শুটিং শেষ হলেও দেশের সার্বিক পরিস্থিতির কারণে সিনেমাটির মুক্তি পিছিয়ে দেওয়া হয়। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে।জানা গেছে, নতুন বছরের ঈদুল ফিতরকে সামনে রেখে মুক্তির প্রস্তুতি নিচ্ছে ‘বনলতা সেন’।
কবি জীবনানন্দ দাশের কল্পিত নারী চরিত্রকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা। শুরুতে নাবিলাকে অন্য একটি চরিত্রের প্রস্তাব দেওয়া হলেও তিনি তাতে সম্মত হননি। বরং নির্মাতাকে স্পষ্ট জানিয়ে দেন—তিনি ‘বনলতা সেন’ চরিত্রটিই করতে চান। শেষ পর্যন্ত সেই সিদ্ধান্তেই অটল থাকেন নির্মাতা।সিনেমাটি নির্মাণে সময় লেগেছে তুলনামূলক বেশি, তবে মানের প্রশ্নে কোনো আপস করেননি পরিচালক। এ প্রসঙ্গে মাসুদ হাসান উজ্জ্বল বলেন, ‘জীবনানন্দ দাশকে নিয়ে কাজ করা মানেই এক ধরনের দায়বদ্ধতা। গবেষণা, প্রস্তুতি এবং উপযুক্ত অভিনয়শিল্পী নির্বাচন—সব মিলিয়ে পুরো প্রক্রিয়াই ছিল ভীষণ চ্যালেঞ্জিং।’‘বনলতা সেন’ সিনেমায় কবি জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার।
আরো অভিনয়ে রয়েছেন সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রূপন্তী আকীদ, শরিফ সিরাজ ও সুমাইয়া খুশি।
উল্লেখ্য, আসন্ন ঈদে মুক্তির দৌড়ে ইতিমধ্যেই রয়েছে ‘প্রিন্স’, ‘দম’, ‘রাক্ষস’, ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘পিনিক’-এর মতো সিনেমা। এই ভিড়ের মধ্যে নাবিলার ‘বনলতা সেন’ দর্শকদের কতটা মন জয় করতে পারে—সেদিকেই এখন তাকিয়ে চলচ্চিত্রপ্রেমীরা।

আরও পড়ুন