১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ইপিজেডে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা সাড়ে ১৬ লাখ টাকা লুট

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরীর একটি ব্যবসা প্রতিষ্ঠানক হামলা চালিয়ে নগদ সাড়ে ১৬ লাখ টাকা লুট করার অভিযোগ উঠেছে। শুক্রবার রাত ১১টার দিকে ইপিজেডে থানাধীন ব্যাংক কলোনীর আমির সাধু বাড়ী সংলগ্ন অফিসে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী আলহাজ্ব মোঃ সৈয়দ নূর (৬০) ৫ জনের নাম উল্লেখ করে আরও ৩০/৪০ জন আসামি করে থানায় একটি অভিযোগ করেছেন।অভিযুক্তরা হলেন, মোঃ অনিক (৩২), মোঃ রুবেল (৩০), মোঃ মনির (৩৫), মোঃ রাসেল (৩৩) এবং মোঃ রিপন (৩২)। এছাড়াও অভিযোগে অজ্ঞাত আরও ৩০/৪০ জনকে অভিযোগে জড়িত বলে দাবি করা হয়।
অভিযোগে বলা হয়, শুক্রবার রাতে অতর্কিত হামলা করিয়া করে তার অফিসে কক্ষের দরজা জানালা ভাঙ্গিয়া ভিতরে প্রবেশ করে। তখন আসামীদের বাধা প্রদান করিলে ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী আমার কর্মচারী মোঃ সজিব, মোঃ নুরুল হুদা, মোঃ নাহিদকে গনকে বেধে ফেলে এবং তাদের অফিস কক্ষে নিয়া আটক করে এবং এলোপাতাড়ী মারধর করে ব্যবসা প্রতিষ্ঠানের (মাসিক রুম ভাড়া, মৎস ও পশু খামারের উত্তোলনকৃত নগদ ১৬,৫০,০০০/- টাকা লুট করে নিয়ে যান। এছাড়াও ৫ লাখ টাকার মালামাল ভাঙচুর করেন।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আখতারুজ্জামা বলেন, লুটপাটের ঘটনায় একটি অভিযোগ হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন