১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

ইনিংস ব্যবধানে ম্যাচ হেরে সিরিজ হার বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক : কলম্বো টেস্টে বাংলাদেশকে ইনিংস ও ৭৮ রানে হারিয়ে দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিয়েছে শ্রীলঙ্কা।
ম্যাচের চতুর্থ দিনে শনিবার ছয় ওভারের আগেই শেষ হয়ে যায় ম্যাচ। ৬ উইকেটে ১১৫ রান নিয়ে দিন শুরু করে বাংলাদেশ যোগ করতে পারে আর কেবল ১৮ রান।সিরিজের আগের তিন ইনিংসে ব্যর্থ প্রাবাথ জায়াসুরিয়ার স্বরূপে ফিরে শিকার করেন ৫ উইকেট। ২২ টেস্টের ক্যারিয়ারে ১২ বার এই স্বাদ পেলেন এই বাঁহাতি স্পিনার।আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান লিটন দাসকে (১৪) দিনের শুরুতেই ফেরান জায়াসুরিয়া। পরের ওভারে ফেরান তিনি নাঈম হাসানকে। এরপর নিজের বলে তাইজুল ইসলামের ক্যাচ নিয়ে পূর্ণ করেন ৫ উইকেট।শেষ ব্যাটসম্যান ইবাদত হোসেনকে ফিরিয়ে ম্যাচ শেষ করেন থারিন্ডু রাত্নায়াকে।
বিসিবি কদিন ধরে উদযাপন করছেন টেস্ট মর্যাদা পাওয়ার ২৫ বছর। এর মধ্যেই এলো টেস্ট ক্রিকেটে ২২তম ইনিংস ব্যবধানের হার।
দুই দল এখন লড়বে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজটি শুরু বুধবার।

আরও পড়ুন