২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ২২ হাজার টাকা

আনোয়ারা প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ছয়টি মামলায় মোট ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তারের নেতৃত্বে চাতরী চৌমুহনী বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ২টি মামলায় ১৫ হাজার টাকা এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী ৪টি মামলায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়।এছাড়া, নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুত রাখার দায়ে ‘পাকিস্তান স্টোর’ নামের এক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৫০০ কেজি পলিথিন জব্দ করা হয় এবং প্রতিষ্ঠানটিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযান শেষে ইউএনও তাহমিনা আক্তার বলেন, বাজারে ভোক্তাদের অধিকার রক্ষা এবং পরিবেশ সুরক্ষার স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন