৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

অনিশ্চিত বেগম খালেদা জিয়ার লন্ডনযাত্রা

অনলাইন ডেস্ক: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডনযাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, তাকে লন্ডনে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে কাতারের ব্যবস্থাপনায় নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার ঢাকায় অবতরণ করছে না। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, জার্মানভিত্তিক এফআই এভিয়েশন গ্রুপ তাদের এয়ার অ্যাম্বুলেন্সটির ঢাকায় অবতরণ ও উড্ডয়নের জন্য আগে নেওয়া অনুমোদন প্রত্যাহারের আবেদন করেছে। ফলে পূর্বনির্ধারিত ফ্লাইটটি মঙ্গলবার আসছে না।এর আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই এয়ার অ্যাম্বুলেন্সটিকে মঙ্গলবার সকাল ৮টায় ঢাকায় অবতরণের এবং একই দিন রাত ৯টার দিকে খালেদা জিয়াকে নিয়ে উড্ডয়নের অনুমতি দিয়েছিল। এয়ার অ্যাম্বুলেন্সটি জার্মানির প্রতিষ্ঠান এফআই এভিয়েশনের হলেও এটি কাতারের আমিরের পক্ষ থেকে ভাড়া করা হয়েছিল।
বিএনপির একটি সূত্র জানিয়েছে, খালেদা জিয়ার পরিবারের সদস্যরা আপাতত ঢাকায় তার চিকিৎসা চালিয়ে যাওয়ার পক্ষে মত দিয়েছেন। শারীরিক অবস্থার কিছুটা অগ্রগতি হলে পরবর্তী সময়ে তাকে বিদেশে নেওয়ার বিষয়টি নতুন করে বিবেচনা করা হবে।
দলীয় সূত্র জানায়, খালেদা জিয়ার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান ঢাকায় এসে শাশুড়ির স্বাস্থ্য পরিস্থিতি প্রত্যক্ষ করার পর এই সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে।

 

আরও পড়ুন